ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, অক্টোবর ১৪, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত সংগৃহীত ছবি

দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত।

২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর, এই নিয়ে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো ভারতীয় দল।

এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজ জিতে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

শুভমান গিলের নেতৃত্বে ঘরের মাঠে এটিই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম পরীক্ষাতেই তিনি শতভাগ সফল। এই ২-০ ব্যবধানের সিরিজ জয়টি টেস্টের দীর্ঘতম ফরম্যাটে অধিনায়ক হিসেবে গিলের প্রথম সিরিজ জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটি পঞ্চম দিনে গড়ালেও, ভারতের জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। জয়ের জন্য প্রয়োজনীয় ১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে দিনের প্রথম সেশনেই জয় তুলে নেয় ভারত। শেষ দিনে মাত্র ৫৮ রান দরকার ছিল, যা লোকেশ রাহুল (১০৮ বলে ৫৮*) এবং ধ্রুব জুরেলের (৬*) ব্যাটে সহজেই সম্পন্ন হয়। রাহুল তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন এবং দ্বিতীয় উইকেটে সাই সুদর্শন (৩৯) এর সঙ্গে ৭৯ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর, ২০১১ সালের পর এই প্রথম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের কোনো ম্যাচ পঞ্চম দিনে গড়ালো। যদিও ভারত সহজেই ম্যাচটি জিতে নিয়েছে, তবে ক্যারিবিয়ানদের লড়াই ক্রিকেট পর্যবেক্ষকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে জন ক্যাম্পবেল (১১৫) এবং শাই হোপের (১০৩) সেঞ্চুরি এবং শেষ উইকেটের দৃঢ় প্রতিরোধে ম্যাচটি দীর্ঘায়িত হয়। দিল্লির পিচ পুরো ম্যাচেই মন্থর ছিল এবং স্পিনারদের জন্য তেমন কোনো সাহায্য ছিল না।

এই সিরিজে ভারতীয় বোলারদের আধিপত্য ছিল স্পষ্ট। দুটি টেস্ট মিলিয়ে প্রতিপক্ষের ৪০টি উইকেটই তুলে নিয়েছেন তারা। অন্যদিকে, ভারতীয় ব্যাটাররাও ছিলেন দুর্দান্ত ফর্মে। দুটি ম্যাচ মিলিয়ে ভারতের শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে পাঁচটি সেঞ্চুরি এসেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।