ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব ভাই বাইরে থেকে চিৎকার করায় আমি বোলার বদলেছি: সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
সাকিব ভাই বাইরে থেকে চিৎকার করায় আমি বোলার বদলেছি: সোহান ছবি: শোয়েব মিথুন

মঙ্গলবার মিরপুরে দেখা গেছে এক অদ্ভূত দৃশ্যের। রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশাল মাঠে নেমেছিল এদিন।

দ্বিতীয় ইনিংসে বরিশাল ব্যাট করতে নামার আগে বোলার পরিবর্তন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। বাউন্ডারি লাইনের বাইরে কিছুক্ষণ চিৎকার করতে দেখা যায় সাকিব আল হাসানকে।  

এরপর বরিশাল অধিনায়ক সরাসরি মাঠে ঢুকে যান। তার কারণে ৫ মিনিটের বেশি সময় পর শুরু হয় দ্বিতীয় ইনিংস। সাকিব আসলে ভেতরে ঢুকে আম্পায়ারদের সঙ্গে কী কথা বলেছেন জানতে চাইলে ম্যাচশেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে যখন তর্কাতর্কি হয়েছে, তখন তো আমি ছিলাম না। আমি এই পাশে ছিলাম। মাঠে ছিলাম, তবে কী কথা হয়েছে আমি জানি না। আমি আমার পাশে ছিলাম। ’ 

কেন বারবার বোলার বদলাচ্ছিলেন এ নিয়ে সোহান বলেন, ‘আমি দেখছিলাম, সাকিব ভাই বাইরে থেকে যখন চিৎকার করছে, এজন্য আমিও বোলার বদলাচ্ছিলাম। ’ এমন ঘটনা আগে কোথাও দেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে দেখলাম। প্রথমবার। ’ এ নিয়ে শাস্তি হবে কি না জানতে চাইলে সোহান কোনো মন্তব্য করতে চাননি।  

ঘটনা জানিয়ে সোহান বলেন, ‘আমি চাইবো ওদের সেরা ব্যাটারের বিপক্ষে আমার সেরা বোলার বল করুক। আপনি যদি উইকেট চিন্তা করেন, এক পাশে বড় আরেক পাশে ছোট। যখন জিনিসটা এমন হচ্ছিল, শেষের দিকে জিনিসটা এরকম আসছিল। আমি চাচ্ছিলাম মেহেদী আমার দলের সেরা বোলার, বাঁহাতির বিপক্ষে ও করুক, ডান হাতির বিপক্ষে রাকিবুল। আমার কাছে মনে হয় এটা ফেয়ার এনাফ। যে জিনিসটা হয়েছে, একটা পর্যায়ে এটা হয়তো দুষ্টামির পর্যায়ে চলে গিয়েছিল। ’

সাকিবের বদলে আম্পায়াররা বললেই মেনে নিতেন বলে জানান সোহান, ‘আম্পায়ারের আগে বলা উচিত ছিল (নিয়মের ব্যাপারে)। আম্পায়ার তো কিছু বলেনি। আম্পায়ার কথা বললে আরেকটু আগে সমাধান হতো। আমাকে যখন বলেছে, আর কোনো তর্ক করিনি। পরে তো সেটাই হয়েছে, ব্যাটাররা যা চেয়েছে। ব্যাটারের রাইট যেটা, ওটাই করেছে। ’

‘আমি চাচ্ছিলাম ব্যাটার আসুক। যখন ব্যাটার ঢুকছে, আমি জিজ্ঞেস করেছি নরমালি কে স্ট্রাইক করে। তো যখন আসছে, আমার বোলার আসছে। যখন বাইরে থেকে আবার কথা আসছে; তখন আমি বদলেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।