ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে খেলার আশা ছাড়েননি রাহী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
জাতীয় দলে খেলার আশা ছাড়েননি রাহী

চট্টগ্রাম থেকে :  ‘দুই দিকে সুইং করাতে পারে এমন বোলার বাংলাদেশে শুধু রাহীই আছে’ তাকে নিয়ে এমন প্রশংসা ছিল মাশরাফি বিন মুর্তজার মুখে। টেস্ট দলে নিয়মিত খেলেছেনও।

কিন্তু হঠাৎ করেই যেন হারিয়ে গেছেন আবু জায়েদ রাহী। বয়স কেবল ২৯ বছর।  

গত জাতীয় ক্রিকেট লিগের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দারুণ পারফর্ম করছেন রাহী। দুই ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে রাহী জানালেন, এখনও জাতীয় দলের হয়ে খেলার আশা ছাড়েননি তিনি।  

মাঝে বিসিবির সমালোচনা করে বিতর্কে জড়ানো এই পেসার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে চট্টগ্রামে বলেছেন, ‘অবশ্যই আমি টেস্ট দলে ফিরতে চাই। সুযোগ পেলে ওয়ানডে, টি-টোয়েন্টিতেও খেলতে চাই আমি। ’

‘দেখেন এসব আমার হাতে নেই। আমার হাতে আছে পারফর্ম করাটা। তো আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিটনেস ধরে রাখা। এসব আমি করে যাব। বাকিটা আল্লাহর ইচ্ছা। ’

এবার চট্টগ্রামের উইকেট কিছুটা চমক দেখিয়েই সফল হচ্ছেন বোলাররা। রানও হচ্ছে না প্রত্যাশা মতো। রাহী অবশ্য বলছেন, পেসারদের চেয়ে তুলনামূলক স্পিনাররাই সাহায্য পাচ্ছেন বেশি।  

তিনি বলেন, ‘আমার মনে হয় চট্টগ্রামের উইকেটটা একটু আলাদা। আমরা আশা করে এসেছি এখানে অনেক বেশি রান হবে। স্পিনাররা খুব ভালো বল করছে। আপনি যদি দেখেন, নতুন বলে স্পিনাররা খুব ভালো বল করছে। এজন্য হয়তো রানটা এত বেশি হচ্ছে না। ওভারল যদি দেখেন, তাহলে আপনি দেখবেন পেসাররা স্ট্রাগল করছে। তো আমার মনে হয় পেসাররা মিরপুরের মতো বোলিং করে আসছে। ’

বাংলাদেশ সময় : ২১২৩ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।