ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার হয়ে খেলবেন নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
কুমিল্লার হয়ে খেলবেন নাসিম শাহ

বিপিএল যেন পাকিস্তানি ক্রিকেটারদের হাট। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন নাসিম শাহ।

পাকিস্তানি এই পেসারকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার দ্বিতীয় পর্ব থেকেই কুমিল্লার জার্সিতে দেখা যেতে পারে তাকে।

কুমিল্লার হয়ে খেলতে বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছেন নাসিম। বিমানে বসে টুইটারে ছবি পোস্ট করেন ডানহাতি এই পেসার। তিনি লেখেন, ‘আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি। ’ 

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে নাসিমের অভিষেক হয়েছে গত বছর। ১৬ ম্যাচে মাত্র ১৪ উইকেট নিয়েছেন তিনি। সব ধরণের টি-টোয়েন্টিতেও তার তেমন একটা দাপট নেই তার। ৬১ ম্যাচে ৫৮ উইকেট নেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় ৮ করে।

এদিকে বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। প্রথম তিন ম্যাচে হারলেও পরের তিন ম্যাচে টানা জয় তুলে নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।