ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড ভাঙার আশায় বিশ্বকাপে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রেকর্ড ভাঙার আশায় বিশ্বকাপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এনে দিচ্ছেন সাফল্য। সেখানেই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।

এই টুর্নামেন্টে পুরোনো বাজে রেকর্ড ভাঙতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের অনুশীলনের জন্য বিশেষ ক্যাম্প করতে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা অনূর্ধ্ব-১৯ দলের সাফল্য।

বিশ্বকাপে এখন অবধি চার আসরে মোট ১৭ ম্যাচ খেলে জয় কেবল ২টিতে। ২০১৪ সালে ঘরের মাঠের টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গত ৯ বছরে খেলা তিন আসরে কোনো জয় পায়নি তারা। এবার এই রেকর্ড ভাঙতে চায় জ্যোতিরা।

সোমবার মিরপুরে টাইগ্রেস অধিনায়ক সাংবাদিকদের বলছিলেন, ‘অনেকদিন আগে আমরা একটা ম্যাচ জিতেছি...আমাদের এবার লক্ষ্য হলো... আমার চতুর্থ, অন্যান্যদের হয়তো পঞ্চম বিশ্বকাপ... তো সবারই ইচ্ছে এবার যেন আমরা রেকর্ডটা ভাঙতে পারি। ’

‘আমার মনে হয় আমরা শুধু একটা মোমেন্টাম পাওয়া থেকে দূরে আছি। প্রথম ম্যাচে যদি একটা ভালো মোমেন্টাম পাই, সেটা ধরে রাখতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। যাদের সঙ্গে এবার খেলা, গ্রুপ পর্বে দুই-তিনটা ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব আমার মনে হয়। শুধু একটা মোমেন্টাম দরকার আমাদের। ’

অনুপ্রেরণা হিসেবে বয়সভিত্তিক দলকে নেওয়ার ব্যাপারে জ্যোতি বলেন, ‘আমার কাছে এটাও মনে হয় যেহেতু অনূর্ধ্ব-১৯ দল ভালো করছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া অনেক ভালো হবে। ভালোর থেকে ভালোটা শেখা উচিত। ’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।