ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো খেলোয়াড়রা ভালো মানুষও হয়: ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ভালো খেলোয়াড়রা ভালো মানুষও হয়: ইমরুল ছবি: শোয়েব মিথুন

সাফল্য তার কাছে ধরা দিয়েছে বারবার। বড় বড় তারকাদের ভিড়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আস্থা রেখেছে ইমরুল কায়েসের নেতৃত্বে।

তিনিও হতাশ করেননি, দুবার জিতিয়েছেন শিরোপা। এবারের বিপিএলেও দলকে তুলেছেন ফাইনালে। বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স।  

এবার ইমরুলের দলে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মঈন আলি, আন্দ্রে রাসেল, ‍সুনীল নারিনদের মতো তারকারা। পুরো বিশ্ব ঘুরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান তারা। এমন তারকাদের কীভাবে সামলান ইমরুল? আজ মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমি কুমিল্লাতে তিন বছর অধিনায়কত্ব করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে দুই বছরে যত বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছি.....। আর যত বড় খেলোয়াড় তাদের মানসিকতাটা আসলে বড় হয়; কাছ থেকে দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা এসেই যেভাবে আমাদের সঙ্গে কাজ করে, আমাদের সঙ্গে কথা বলে। প্রথম বছর ফাফকে (ডু প্লেসি) নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, ওকে কীভাবে হ্যান্ডেল করবো। ও এসেই আমার সঙ্গে যেভাবে যত সহজে মানিয়ে নিয়েছে, আমি খুব অবাক হয়েছিলাম। ’  

‘আমার কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল। এ বছর রিজওয়ানকেও দেখবেন। রিজওয়ান যখন আসে আমাকে কিন্তু খুব সম্মান দিয়েছে মাঠে ও মাঠের বাইরেও। ও আমাকে সবসময় বলতো অধিনায়ক এই কাজগুলো করলে মনে হয় ভালো হয়, ওই কথাগুলো আমি নিয়েছি। আমাদের দলের জন্য ভালো হয়েছে। যেটা বললাম ভালো খেলোয়াড়ের ভালো মানুষও হতে হয়, না হলে জিনিসটা কঠিন। ’

বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট। দলটি শুরু থেকে খুব একটা আলোচনায় ছিল না, বড় তারকাদের ভিড়ও তেমন ছিল না। তবুও সিলেটের সাফল্যের পেছনে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি বিন ‍মুর্তজার নেতৃত্ব। চারবার বিপিএলের ফাইনাল খেলেও কখনো হারেননি মাশরাফি, কখনো ফাইনাল হারেনি কুমিল্লাও।  

মনে করিয়ে দিতেই ইমরুল বলছিলেন, ‘এটা ভালো প্রশ্ন করেছেন। আমি বললাম যে ওরা ভালো ক্রিকেট খেলছে, আমরা ভালো ক্রিকেট খেলছি। কারণ আমরা প্রথম তিনটা ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি, এটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। ’

‘সবাই খুব পরিশ্রম করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলবো। ফাইনালে আসতে পেরেছি। আশা করি আমরা একইভাবে এগোবো। শুধু ফাইনাল হিসেবে নয়, কালকে আমরা একটা ম্যাচের মতো পরিকল্পনা করেই ম্যাচ খেলবো। যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।