ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ডবুক তছনছ করে ব্র্যাডম্যান-গাভাস্কারকে চোখ রাঙাচ্ছেন ব্রুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
রেকর্ডবুক তছনছ করে ব্র্যাডম্যান-গাভাস্কারকে চোখ রাঙাচ্ছেন ব্রুক

চারিদিকেই কেবল প্রশংসার ফুলঝুড়ি। প্রশংসা না করারও কোনো অবকাশ অবশ্য রাখেননি হ্যারি ব্রুক।

সাদা পোশাকে অভিষেক হওয়ার পর থেকেই রীতিমত উড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে খেললেন আরও এক বিধ্বংসী ইনিংস। তছনছ করলেন রেকর্ডবুক। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে যা আগে ঘটেনি সেটাই হলো আজ।

ছয় টেস্টে এনিয়ে ৯ ইনিংসে ব্যাট করতে নামলেন ব্রুক। প্রথম ৯ ইনিংস শেষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতোদিন ছিল বিনোদ কাম্বলির নামে। ৭৯৮ রান করেছিলেন সাবেক ভারতীয় এই ব্যাটার। কিন্তু তাকে ছাপিয়ে প্রথম ব্যাটার হিসেবে ৮০০ রান করার রেকর্ড করলেন ব্রুক (৮০৭)।  শুধু তা-ই নয় চোখ রাঙানি দিচ্ছেন কিংবদন্তি দুই ব্যাটার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কার।

ক্যারিয়ারের প্রথম ৬ টেস্ট খেলে ৯১২ রান করেন গাভাস্কার। ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৮৬২ রান। তাদের দুজনই রেকর্ডই এখন হুমকির মুখে। কেননা ওয়েলিংটনে আজ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ব্রুক। বৃষ্টির বাধা না থাকলে হয়তো আজই পেয়ে যেতেন প্রথম ডাবল সেঞ্চুরি। ১৬৯ বলে ২৪ চার ও ৫ ছক্কায় ১৮৪ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটার।

ব্রুকের মতো সেঞ্চুরি পেয়েছেন জো রুটও। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ২৯৪ রানের জুটিতে ভর করে ৩১৫ রানে দিন শেষ করে ইংল্যান্ড। অথচ টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বেন স্টোকসের দল।  

ইনিংসের তৃতীয় ওভারে জ্যাক ক্রলিকে (২) ফিরিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে ম্যাট হেনরি। নিজের পরের ওভারে ওলি পোপকেও (১০) সাজঘরের পথ দেখান ডানহাতি এই পেসার। আরেক ওপেনার বেন ডাকেট (৯) থিতু হতে পারেননি টিম সাউদির কারণে। সকালের কন্ডিশনের পূর্ণ ফায়দা লুটলেও এরপর আর সফলতার মুখ দেখেনি কিউই বোলাররা। তাদের একের পর এক হতাশায় ফেলেন রুট ও ব্রুক।

ব্যাট হাতে ব্রুক তাণ্ডব চালালেও রুট খেলেন কিছুটা রয়েসয়ে। যা মনে করিয়ে দেয় ইংল্যান্ডের পুরনো ধরনকে। তবে তা সত্ত্বেও পথ হারাননি তিনি। ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর অপরাজিত আছেন ১০১ রানে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।