ভারতের বিপক্ষে বড় হারে আসর শুরু করার পর ওমানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। আলিসান শারাফু ও মোহাম্মদ ওয়াসিমের দারুণ উদ্বোধনী জুটির পর শেষদিকে তাণ্ডব চালিয়েছেন হার্শিত কৌশিক।
আবুদাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। নির্ধারিত ২০ ওভারে আমিরাত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭২ রান।
আগে ব্যাট করতে নামা আমিরাতের হয়ে শুরুটা দুর্দান্ত করেন শারাফু ও ওয়াসিম। ৬৬ বলে ৮৮ রান যোগ করেন তারা। দুজনেই পান ফিফটির দেখা। এরপর অবশ্য তারা ইনিংস লম্বা করতে পারেননি। একাদশ ওভারে ৩৮ বলে ৫১ রান করে শারাফু বিদায় নিলে ভেঙে যায় তাদের জুটি। তিনে নামা আসিফ খান কেবল ২ রান করে ফেরেন সাজঘরে।
চারে নেমে মোহাম্মদ যোহাইব আশা জাগালেও ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি। লড়তে থাকা ওয়াসিম শেষ ওভারে এসে বিদায় নেন। ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন তিনি। শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন হার্শিদ কৌশিক। ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন তিনি।
আরইউ