গত সপ্তাহেই মাকে হারিয়েছেন প্যাট কামিন্স। শোকে কাতুর ডানহাতি এই পেসার তাই ভারতের মাটিতে ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না।
মায়ের অসুস্থতার কারণে প্রথম দুই টেস্ট খেলেই দেশে ফিরে যান প্যাট কামিন্স। কিন্তু স্তন ক্যানসারের কাছে হার মেনে অসীমে পাড়ি দিয়েছেন তার। কামিন্সের পরিবর্তে তৃতীয় টেস্টে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন স্মিথ। যদিও শেষ টেস্টে ড্র করায় সিরিজ হার থেকে বাঁচাতে পারেননি।
ওয়ানডে ফরম্যাটে সবশেষ পাঁচ বছর আগে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কত্ব তো হারানই একইসঙ্গে সাময়িক নিষিদ্ধও হোন ক্রিকেট থেকে। ২০১৯ সালে ক্রিকেটে আবার ফিরলেও নেতৃত্ব দেওয়ার সুযোগ পান আরও দুই বছর পর।
এদিকে গত বছর অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নিলে নেতৃত্বের ভার উঠে কামিন্সের কাঁধে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তার পরিবর্তে নেতৃত্ব দেন জশ হ্যাজেলউড। ইনজুরির কারণে হ্যাজেলউডও নেই স্কোয়াডে। ফিঞ্চের হাতে নেতৃত্ব ফেরার মাধ্যমে শেষ পাঁচ ওয়ানডেতে চারজন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। এদিকে আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এএইচএস