এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন এড়িয়ে যান তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে শুধুই খেলতে এসেছি এবং সঠিক জবাব দিয়েছি। আমরা বিসিসিআই ও সরকারের সঙ্গে সমন্বয় রেখে এগিয়েছি। জীবনে কিছু বিষয় আছে যা খেলাধুলার চেতনার চেয়েও বড়। ’
তিনি আরও যোগ করেন, ‘আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার সকল শহীদ ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের প্রতি, যারা অপারেশন সিন্ধুর-এ অংশ নিয়েছিলেন। তারা আমাদের অনুপ্রাণিত করে চলেছেন, আমরাও চাই সুযোগ পেলে তাদের অনুপ্রাণিত করতে। ’
উল্লেখ্য, এপ্রিলে পহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এর পরপরই মে মাসে ভারতীয় সেনারা সীমান্তের ওপারে চালায় ‘অপারেশন সিঁদুর। এই প্রেক্ষাপটেই পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যায় ভারত।
অন্যদিকে, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন জানান, তাদের দল হাত মেলাতে প্রস্তুত ছিল। তবে ভারতের এমন আচরণে তারা হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘আমরা হাত মেলাতে গিয়েছিলাম, কিন্তু প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি। সালমানের উপস্থাপনা বর্জনও এই ঘটনারই প্রতিক্রিয়া। ’
এমএইচএম