ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্র্যাজুয়েট হয়ে সাকিব বললেন, ‘একটা স্বপ্নপূরণ হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
গ্র্যাজুয়েট হয়ে সাকিব বললেন, ‘একটা স্বপ্নপূরণ হয়েছে’

সিলেট থেকে : ক্রিকেট খেলছেন ১৭ বছর ধরে। দেশের সবচেয়ে বড় তারকাও তিনি।

বয়সও প্রায় ৩৬ এর কোটায়। এতদিন পর এসে সাকিব আল হাসান হয়েছেন গ্র্যাজুয়েট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন সাকিব।  

এআইইউবি- এর ঢাকার ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে রোববার অংশ নেন সাকিব। সমাবর্তনে বক্তব্যও রাখেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পরই সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন সাকিব। তার সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

পুরো দুনিয়া তাকে সাকিব আল হাসান নামে চিনলেও এআইইউবি- এর ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান, সাকিবের আইডি নম্বর- ০৯-১৪১৭৭-২। সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় সাকিব বলেছেন, বড় স্বপ্ন দেখতে।  

বক্তব্যের শুরুতে এই অলরাউন্ডার বলেন, ‘আমি বক্তব্য ভালো দিতে পারি না। প্রশ্ন-উত্তর ভালো পারি, কিন্তু বক্তব্যে আমার খুব সমস্যা হয়। আমি খুবই নার্ভাস। এমন মনে হচ্ছে যেন টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল, ক্যাপটা যখন পেয়েছিলাম। ঠিক ওই অনুভূতি আজকে। ’

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, ২০০৯ সালের দিকেও জাতীয় দলে যখন আমার তিন বছর হয়ে গেছে। তখনও আম্মা যখন ফোন করতো, প্রথম কথা জিজ্ঞেস করত যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে, অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল ছিল। ’

‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। ’

বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, ১৯ মার্চ, ২০২৩ 
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।