ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ হওয়া নিয়ে কিছুই জানে না বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ হওয়া নিয়ে কিছুই জানে না বিসিবি

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতা প্রভাব ফেলছে সব ক্ষেত্রেই। ক্রিকেটও এর বাইরে নয়।

প্রায় ১০ বছর ধরে দুই দলের মধ্যে হচ্ছে না কোনো দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপে দেখা হলেও সেটা নিরপেক্ষ ভেন্যুতে।  

এশিয়া কাপের আগামী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু সেখানে খেলতে অপারগতা জানিয়েছে ভারত। আগামী অক্টোবরে চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক তারা। কিন্তু গুঞ্জন যা বলছে তাতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় পাকিস্তান। এর পরিবর্তে বাংলাদেশে সেই ম্যাচগুলো খেলতে চায় তারা। এমনটাই জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

তবে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ হওয়া নিয়ে কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট ভিত্তিক আরেকটি সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। গত ২০ মার্চ অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি।

ক্রিকবাজকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘বোর্ড মিটিংয়ে বাংলাদেশকে নিয়ে কোনো আলোচনাই হয়নি বলতে গেলে এবং বোর্ড ভারতে আয়োজনের ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছে। আমরা সেদিকেই মনোযোগী। ’ বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকা আরেক সদস্য বলেন, ‘এই ব্যাপারে বোর্ডে আলোচনা হয়নি। হয়তোবা কোনো কমিটিতে হতে পারে কিন্তু আমার উপস্থিতিতে নয়। ’

তবে ভারতে পাকিস্তানের বিশ্বকাপ না খেলার বিতর্কটি উসকে দেন ওয়াসিম খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ও আইসিসির বর্তমান জেনারেল ম্যানেজার গত সোমবার এক পাকিস্তানি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি জানি না বিশ্বকাপ ভিন্ন দেশে হবে কি না তবে নিরপেক্ষ ভেন্যুর সম্ভাবনা বেশি। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে। তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে যেমনটা এশিয়া কাপের ভারতের ম্যাচগুলো হবে। ’

ওয়াসিম খানের মন্তব্যের বিপরীতে কড়া জবাব দিয়েছেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তা, ‘নিরপেক্ষ ভেন্যু নিয়ে ওয়াসিম খানের কথা বলার কোনো এখতিয়ার নেই।  তার নিজেকে পিসিবি প্রধান নির্বাহী ভাবা বন্ধ করা উচিত। ’

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।