ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

হারের দায় এড়াতে অজুহাত খোঁজে পাকিস্তান, অভিযোগ কানেরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, সেপ্টেম্বর ২১, ২০২৫
হারের দায় এড়াতে অজুহাত খোঁজে পাকিস্তান, অভিযোগ কানেরিয়ার

এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক পারফরম্যান্স এবং ম্যাচ শেষে হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট দলকে একহাত দিয়েছেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, পাকিস্তান ক্রিকেট এখন ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট মাঠের ব্যর্থতার দায় এড়িয়ে গিয়ে অজুহাত খুঁজছে।

আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কানারিয়া বলেন, ‘পাকিস্তান ক্রিকেট খুবই করুণ অবস্থায় আছে। যখনই কোনো ইস্যু তৈরি হয়, যেমন এবার হ্যান্ডশেক বিতর্ক, তখনই ব্যর্থতার দায় না নিয়ে তারা অন্যদের দোষারোপ শুরু করে। ’

তিনি আরও প্রশ্ন তোলেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সক্ষমতা নিয়ে, ‘২২ কোটি মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচকদের হাতে। কেমন দল বানালেন? কী ধরনের কোচিং দায়িত্ব দিলেন? আপনারা কী গেম প্ল্যান বা কৌশল তৈরি করেছিলেন?’

ভারতের বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করে তিনি স্পষ্ট জানান, দুই দলের মধ্যে ব্যবধান চোখে পড়ার মতো, ‘ভারত শীর্ষ পর্যায়ের দল, আর পাকিস্তান প্রত্যাশামতো খেলতে পারছে না। শেষ ম্যাচের পারফরম্যান্সেই তা পরিষ্কার। ’

এদিকে, একদিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি জানান। অভিযোগ তোলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচে তিনি টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলাতে বলেছিলেন।

তবে কানেরিয়ার মতে, এসব বিতর্কে জড়িয়ে পড়া দলের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘হ্যান্ডশেক বিতর্কে অনেক হৈচৈ হয়েছে। কিন্তু যদি পাকিস্তান এভাবে চলতে থাকে আর ক্রিকেটে মনোযোগ না দেয়, তবে তারা আরও নিচে নেমে যাবে। ’

পাকিস্তান ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে পরিকল্পনা, কৌশল ও কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন তিনি। না হলে তার শঙ্কা, আন্তর্জাতিক ক্রিকেটে আরও পিছিয়ে পড়বে দেশটি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ