ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আজও করেননি ‘হ্যান্ডশেক’, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, সেপ্টেম্বর ২১, ২০২৫
আজও করেননি ‘হ্যান্ডশেক’, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক

আগের দেখায় হারের পর ‘হ্যান্ডশেক’ বিতর্ক চলে লম্বা সময়। গ্রুপপর্বের সেই আলোচনা বাদ দিয়ে আজ সুপার ফোরে আবারও ভারতের মুখোমুখি পাকিস্তান।

তবে আজও ‘হ্যান্ডশেক’ করেননি দুই দলের অধিনায়ক।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অবশ্য টস জিতেছে ভারত। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব।

এই ম্যাচের জন্য পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। হাসান নওয়াজ ও খুশদিল শাহ নেই একাদশে। তাদের বদলে নেমেছেন ফাহিম আশরাফ ও হুসাইন তালাত। ভারত অবশ্য আগের একাদশ নিয়েই খেলতে নেমেছে।  

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।