ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড, তাইজুলের পাঁচ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড, তাইজুলের পাঁচ উইকেট ছবি: শোয়েব মিথুন

বেশ লম্বা সময় পর ঘরের মাঠে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কিন্তু আলোটা কেড়ে নিলেন স্পিনাররাই।

আরও বিশেষ করে বললে তাইজুল ইসলাম। তার ঘূর্ণিজাদুতে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ৫৪ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের ১১ তম ফাইফার এটি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড।  ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মুরে কামিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাকাকালামকেও আউট করেন পেসারই।  

এবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১ চারে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। আইরিশদের স্কোরকার্ডে পঞ্চাশ পেরোনোর আগে আরও এক উইকেট নেয় বাংলাদেশ। সফরকারী অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ৫০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া ১৬ রান করেন তিনি।  

এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুণ এক ডেলেভারিতে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।  

সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি কার্টিস ক্যাম্পারও। ৭৩ বলে ৩৪ রান করে তিনি তাইজুলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ৮ বল খেলে ১ রান করে আউট হন আইরিশ দলের সবচেয়ে অভিজ্ঞ পিটার মুর। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লরকান টাকার। কিন্তু তাদের জুটি মজবুত হয়ে ওঠার আগেই ভেঙে দেন এবাদত।   তার বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান ম্যাকব্রাইন।

মার্ক অ্যাডায়ারকে নিয়ে একই প্রচেষ্টা করেন টাকার। তবে ৪০ রানের বেশি থিতু হতে পারেনি এই জুটি। ৩৭ রান করা টাকারকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন তাইজুল। অ্যাডায়ারকে তুলতেও বেশি সময় নেননি বাঁহাতি এই স্পিনার। ব্যক্তিগত ৩২ রানে আইরিশ ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারেই  গ্রাহাম হিউমকে বোল্ড করে আইরিশ ইনিংসের ইতি টানেন মিরাজ। তাইজুলের ছায়ায় থেকে দুটি উইকেট নেন তিনি। এদিকে স্পিনারদের হাস্যোজ্জ্বল দিনেও সাকিব আল হাসান বোলিং করেছেন মাত্র ৩ ওভার। আক্রমণে আসেন ৬৬ তম ওভারে।  টাইগার অধিনায়কের এমন সিদ্ধান্ত তাই অনেকটাই বিস্ময় জাগানিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩

এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।