ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তান ম্যাচে সাইফকে ঘিরে আগ্রহ হার্শার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, সেপ্টেম্বর ২৫, ২০২৫
পাকিস্তান ম্যাচে সাইফকে ঘিরে আগ্রহ হার্শার ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই যেন অঘোষিত সেমিফাইনাল। জিতলেই ফাইনালে জায়গা, হারলেই বিদায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ শিবিরে সবচেয়ে আলোচনায় আছেন ওপেনার সাইফ হাসান। ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। এই ম্যাচে তার দিকেই বিশেষভাবে নজর জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের।

ভারতের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলে আলো ছড়িয়েছেন সাইফ। এর আগে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৩০, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো ফিফটি। মাত্র তিন ম্যাচে ১৬০ রান তুলে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এখন তিনি। এ কারণেই হার্শার চোখে বাংলাদেশের ব্যাটিং লাইনে স্পটলাইট থাকছে সাইফের উপরেই।

হার্শা বলেন, ‘ও নিয়মিত রান করছে। সেটা বাংলাদেশের জন্য দারুণ খবর। পাকিস্তানের বিপক্ষেও ওর পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ হবে। ’

সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক অবশ্য মন্তব্য করেন তাওহীদ হৃদয়কে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে রান পেলেও বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন হৃদয়। কার্তিকের প্রত্যাশা, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠবেন তিনি।

অন্যদিকে পাকিস্তান দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে হার্শা মিডল অর্ডারকে দুর্বল দিক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ওপেনিং ও লোয়ার অর্ডারে এখন ভালোই ভারসাম্য এসেছে পাকিস্তানের। তবে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব রয়ে গেছে। ’

হুসেইন তালাত, সালমান, হারিসদের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও আগের ম্যাচে মোহাম্মদ নওয়াজের রান সাময়িক স্বস্তি দিয়েছে দলকে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।