এবারের আইপিএল বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
কিন্তু বিসিবি অনাপত্তিপত্র দেওয়ার সময়সীমা ঠিক করে দেওয়ায় সাকিবকে আইপিএল থেকে নাম সরিয়ে নিতে অনুরোধ জানায় কলকাতা। দীর্ঘদিনের সম্পর্কের কারণে সেটি রাখেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তার জায়গায় ইংল্যান্ডের জেসন রয়কে নিয়েছে কলকাতা।
এদিকে লিটন অবশ্য যাচ্ছেন আইপিএল খেলতে। আজ রোববার ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিটন। তার কাছে জানতে চাওয়া হয় আইপিএলে সাকিবের সঙ্গে একই দলে খেলতে না পারা নিয়ে।
লিটন বলেছেন, ‘দেখুন, এটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়ত তিনি যাচ্ছেন না। ’
আইপিএল থেকে ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে চান বলে জানান লিটন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলবো কি না এবং খেললে ভালো খেলবো কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন- যে কয়দিনই থাকব, চেষ্টা থাকবে সব মাঠের আইডিয়া নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে। ’
আইপিএলে খেলতে গিয়ে লিটনের লক্ষ্য কী থাকবে? তিনি বলেছেন, ‘তেমন কোনো লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুযেোগ থাকে ভালো ক্রিকেট খেলবো। ’
সমর্থকদের উদ্দেশ্যে লিটন বলেন, ‘সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে যেমন সমর্থন করে মনে হয় ওখানেও সমর্থন করবে। সমর্থন করলে ভালো কিছুই হয়’
ভারতের ফ্লাইট ধরার আগে এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশে। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন!’
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম