ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের সূচি বদলাতে যা করতে হবে ক্লাবগুলোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ডিপিএলের সূচি বদলাতে যা করতে হবে ক্লাবগুলোর

তীব্র দাবদাহে প্রায় অতিষ্ঠ জনজীবন। এই অসহনীয় গরমের মধ্যেও চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

সবগুলো ম্যাচই হচ্ছে দিনের আলোতে। কিন্তু গরমের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রিকেটাররা। সে কারণে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিপিএলের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন।

তবে সূচি পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে ক্লাবগুলোর ইচ্ছার ওপর। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় এবারের ডিপিএলে দেখা যাচ্ছে জাতীয় দলের একঝাঁক তারকাদের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। ডিপিএলের সূচিতে যদি পরিবর্তন আনতেই হয় তাহলে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া টুর্নামেন্ট আয়োজন করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না। জাতীয় দলের ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, সেটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না। ’

ভবিষ্যতে গরমের কথা মাথায় রেখে নতুন পরিকল্পনা করবে বিসিবি। পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন। ’

পাপন আরও বলেন, ‘আপনি কলকাতার অবস্থা দেখেন, কলকাতায় তো স্কুল-কলেজও বন্ধ করে দিয়েছে কালকে থেকে। কিন্তু খেলা তো হচ্ছে, খেলা তো বন্ধ হবে না। একদিন না দুদিন আগে তো খেলা হলো। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।