ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমলাকে পেছনে ফেলে পাঁচ হাজারে দ্রুততম বাবর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
আমলাকে পেছনে ফেলে পাঁচ হাজারে দ্রুততম বাবর

ব্যাট হাতে দারুণ সময় কাটছে বাবর আজমের। রেকর্ডের খাতায়ও নিয়মিত আঁকিবুঁকি করে চলেছেন তিনি।

এবার হাশিম আমলার একটি রেকর্ড ভেঙেছেন বাবর।  

ওয়ানডেতে সবচেয়ে দ্রততম সময়ে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখানোর রেকর্ড এখন এই পাকিস্তানি ব্যাটারের দখলে। আজ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি।  

সেই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে ১০০-এরও কম ইনিংস খেলে ৫০ ওভারের ক্রিকেটে পাঁচ হাজার রানের দেখা পেলেন বাবর। এই মাইলফলক পেরোতে তাকে খেলতে হয়েছে ৯৭ ইনিংস। আগের রেকর্ডটি ছিল আমলার দখলে। সাবেক এই প্রোটিয়া ওপেনার ১০১ ইনিংস খেলে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন।

৫ হাজারে দ্রুততম ব্যাটারদের তালিকায় তিনে আছেন ভিভ রিচার্ডস। ক্যারিবীয় কিংবদন্তি ১১৪ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সমান ইনিংস লেগেছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিরও। আর সবমিলিয়ে বাবরের আগে আরও ১৩ জন ক্রিকেটার ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।  

এর আগে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আরও একটি মাইলফলক পেরিয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা এখন ১২ হাজারের বেশি। ২৭৭তম ইনিংসে এই অর্জনে নাম লেখান তিনি, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম, এশিয়ার মধ্যে দ্বিতীয় দ্রুততম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ দ্রুততম।  

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩১ ওভার শেষে ৩ উইকেটে ১৭০ রান তুলেছে। অধিনায়ক বাবর আজমে ৬৯ বলে ৬০ রান নিয়ে অপরাজিত আছেন। সিরিজে এখন পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।