ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লা স্টেডিয়াম ঠিক করবে বিসিবি, ঢাকার দুই জায়গায় কেনা হয়েছে মাঠ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ফতুল্লা স্টেডিয়াম ঠিক করবে বিসিবি, ঢাকার দুই জায়গায় কেনা হয়েছে মাঠ

অনেকদিন ধরেই বেহাল দশা ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামের। আউটারে পানি জমে থাকে, মূল মাঠের অবস্থাও খুব বেশি ভালো না।

এই মাঠের তত্ত্ববধানের দায়িত্ব মূলত জাতীয় ক্রীড়া পরিষদের।  

কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের কাজ না করায় এবার বিসিবিই ফতুল্লা স্টেডিয়াম ঠিক করার দায়িত্ব নিতে যাচ্ছে। সোমবার বিসিবি পরিচালকদের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন। আপাতত মাঠ খেলার উপযোগী করা হবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘খেলার উপযোগী করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। সিদ্ধান্ত নিয়েছি আমরাই করে ফেলবো। মাটি ফেলে উঁচু করে যেন খেলা যায়। পরের মৌসুমগুলোতে যেন খেলতে পারি। এখন খেলছি, কিন্তু পরিবেশ এত ভালো না। আমরা চেষ্টা করছি মাঠগুলো খেলার উপযোগী করা যায় কিনা। ’

দীর্ঘদিন ধরেই বিসিবি মাঠের সংকটে ভুগছে। এ নিয়ে সমাধানের পথও খুঁজে বের করেছে তারা। ঢাকার পূবাইল ও পূর্বাচলে দুটি মাঠ কিনেছে বিসিবি। এছাড়া ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে মাঠ কেনা হবে বলেও জানান পাপন।

তিনি বলেন, ‘ঢাকার বিভাগের খেলাগুলোর জন্য আমাদের জায়গা নেই। আশা করছি ফতুল্লা স্টেডিয়াম ঠিক হবে। হচ্ছে না। বুয়েট থেকে ডিটেইল করে জমা দিয়েছি, কিন্তু করছে না কাজ। আমাদের কিছু মাঠ কিনতে হবে। দুইটা মাঠ কেনার সিদ্ধান্ত হয়েছে। ’

‘একটি ৩০ বিঘা আরেকটি ৩৮ বিঘা। আমরা দাম দেখেছি। একটা পুবাইল আরেকটা পূর্বাচলের কাছে। আশা করছি হয়ে যাবে। চট্টগ্রাম ও বগুড়ায় দুই জায়গায় প্রপোজাল এসেছে। চট্টগ্রামেরটা কিনে দিতে বলেছি। আর বগুড়ারটা আমরা আরেকটু দেখে তারপর সিদ্ধান্ত নেবো। ’

বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও। বোর্ড থেকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। এ বছরের মধ্যেই নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়াম বোর্ড থেকে ফর্মালি ওকে। আগামী মাসের মধ্যে সব বাকি সব প্রসেস শেষ হবে। এরপর রেটিং করাবো। আমাদের পরিকল্পনা হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে সিভিল কনস্ট্রাকশন কন্ট্রাক্ট করাবো। এ বছরের মধ্যে কাজ কাকে দেওয়া হবে সিলেক্ট করবো। ’

কয়েকদিন আগে নিউজিল্যান্ড থেকে কিউরেটর আনে বিসিবি। এছাড়া অন্য বিশেষজ্ঞদের পরামর্শে চারটি টার্ফও কিনবে তারা। পাপন বলেন, ‘আমরা যে টার্ফ ব্যবহার করেছি। বাইরে থেকে যারা বিশেষজ্ঞ এসেছিল, সবাই দেখে বলেছে আমাদের টার্ফগুলো একটু পুরোনো। আমরা চারটা টার্ফ কেনার সিদ্ধান্ত নিয়েছি। বাইরে ওগুলো ব্যবহার করে। ওগুলো আমাদের সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।