ম্যাচের আগের দিন প্রথমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হেড কোচ জনাথন ট্রট। সেটি অনেকটা অনুমিতই।
কেন? প্রশ্নটি করার আগে সাংবাদিক বলেই নিলেন, ‘দয়া করে অন্যভাবে নেবেন না। ’ কৌতূহল থেকেই স্রেফ করা প্রশ্নটি। আপনি ভালো কথা বলেন, শুনতেও তেমনই লাগে। কিন্তু তবুও টানা চারদিন কেন আপনাকেই সংবাদ সম্মেলনে আসতে হলো?
এমন প্রশ্নের উত্তরে ট্রট বলেন, ‘আমার কোনো অসুবিধা নাই। আমার মনে হয় কোচ হিসেবে কাজ হচ্ছে সামনে এগিয়ে আসা আর এসব জিনিস ব্যাখ্যা করা। বিশেষ করে যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। আমার মনে হয় এটা আমার কাজ। এটাও মনে হয়, ভাষার হয়তো একটু দূরত্ব আছে। ’
‘ছেলেরা আপনাদের জটিল প্রশ্ন বোঝার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। কারণ আপনারা খুবই চালাক। তারা হয়তো আপনাদের প্রশ্ন বুঝবে না। এখানে কিছু নার্ভাসনেস আর একটু লাজুকতার ব্যাপারও আছে। কিন্তু আমি ছেলেদের আসার জন্য সাহস যোগাচ্ছি। ’
আফগানিস্তানের এই দলটি বেশ তরুণ ও অনভিজ্ঞ সেটিও মনে করিয়ে দেন ট্রট। বলেন, ‘আমার মনে হয় তারা খুব তরুণ, অনভিজ্ঞ দল। আমার মনে হয় অন্য অনেক খেলোয়াড়, যদি রশিদ, নবী বা মুজিব থাকতো; তারা সংবাদ সম্মেলনের সঙ্গে আরেকটু অভ্যস্ত। এখন যারা আছে, তাদের জন্য নতুন ব্যাপার হবে। আমি চাচ্ছি তাদের মনোযোগটা খেলার ভেতরই থাকুক। ’
বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস