ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সহজ হবে না: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সহজ হবে না: তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ৮৯ বছরের ইতিহাসে টেস্টে রানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে সফরকারীদের হারিয়েছে স্বাগতিকরা।

এই ম্যাচে দারুণ করেছেন পেসাররা। প্রথম ইনিংসে এবাদত হোসেনের পর দ্বিতীয়টিতে চার উইকেট নেন তাসকিন আহমেদ।

ঈদের পর ৫ জুলাই থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি লড়াই। এই সিরিজ সহজ হবে না বলছেন পেসার তাসকিন আহমেদ। একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যালেঞ্জের কথা জানান তিনি।

তাসকিন বলেন, ‘চ্যালেঞ্জিং হবে (আগামী সিরিজ)। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবারই প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত এটি সহজ হবে না। ’

‘শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। কিন্তু তবুও নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য নির্দিষ্ট করে। ’

বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে আশার কথা শুনিয়ে তাসকিন বলেন, ‘সেরাটা দিয়ে ফলাফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী, এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। সবকিছু পর্যায়ক্রমে তৈরি হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।