ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভুটানের সঙ্গে এক গোলে হারলেও ১৪ বছর পর সেমি খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ভুটানের সঙ্গে এক গোলে হারলেও ১৪ বছর পর সেমি খেলবে বাংলাদেশ

বাংলাদেশের সামনে চলে এসেছে সুবর্ণ এক সুযোগ। এবারের সাফের প্রথম ম্যাচে লেবাননের কাছে হারে বাংলাদেশ।

কিন্তু পরের ম্যাচেই মালদ্বীপকে হারায় ৩-১ ব্যবধানে। ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ ম্যাচে কী করলে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ? ওই সমীকরণও এখন স্পষ্ট।

শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলে তো এমনিতেই সেমিফাইনালে যাবে জামাল ভূঁইয়ারা। এমনকি হেরে গেলেও গোলের ব্যবধান এক থাকলে ফাইনালে উঠার লড়াইয়ে নামতে পারবেন তারা। লেবাননের কাছে মালদ্বীপের হারেই এমন সমীকরণ নিশ্চিত হয়ে গেছে।

মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে লেবানন। তাতেই কাজ সহজ হয়ে গেছে বাংলাদেশের। বুধবার বিকেলে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৩ মিনিটে ফ্রিকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন লেবাননের অধিনায়ক হাসান মাতুক। পরে আরও কিছু সুযোগ মিললেও জালে বল জড়াতে পারেননি কেউ।  

মালদ্বীপকে হারিয়ে গ্রুপের তিন ম্যাচের সবগুলোতে জিতে ‘বি’ গ্রুপ সেরা হয়ে ৯ পয়েন্ট নিয়ে লেবানন সেমিফাইনালে উঠে গেছে।  রাত আটটায় গ্রুপের দ্বিতীয় সেরা দল নির্ধারণ হবে আজ বাংলাদেশ-ভুটান ম্যাচের মাধ্যমে। ২০০৯ সালে শেষবার সাফের সেমিফাইনাল খেলে বাংলাদেশ। এবার আবারও সুযোগ এসেছে।

২০১১, ২০১৩, ২০১৫ , ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। ২০২১ সালে সর্বশেষ সাফে গ্রুপ ভিত্তিক খেলা হয়নি।   পাঁচ দলের টুর্নামেন্টে চতুর্থ হয়ে শেষ করে বাংলাদেশ। বি গ্রুপ থেকে সেরা হওয়ায় লেবানন সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের সঙ্গে। বাংলাদেশ যদি সেমিতে যেতে পারে তাহলে তাদের প্রতিপক্ষ হবে কুয়েত।  

বাংলাদেশ সময় : ১৮২৬ ঘণ্টা, ২৮ জুন, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।