মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা বৃহস্পতিবার। এদিন পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন ইসলাম ধর্মের অনুসারীরা।
নিজ শহর মাগুরাতে এবার ঈদুল আজহা উদযাপন করছেন তিনি। বৃহস্পতিবার সকালে বাবার সাথে ঈদের নামাজ আদায় করেছেন। এ সময় ভক্তদের ছবি তোলার আবদারও মেটান তিনি।
জানা গেছে, বাবার সঙ্গে নামাজ শেষে বাসায় ফিরে নিজ হাতে পশুর কুরবানি করেছেন সাকিব। দুইটি গরু এবং তিনটি ছাগল কুরবানি দিয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিও ছড়িয়ে পড়েছে।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজের ছবি ফেসবুকে দিয়েছেন। সেখানে দেখা যায়, তিনি বাবা আউলিয়ার দরবার শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে বাবাসহ উপস্থিত মানুষদের সাথেও ছবি তুলতে দেখা যায় তাকে। কুরবানির জন্য তৈরি করা গরুর ছবিও ফেসবুকে দিয়েছেন মিরাজ।
বাংলাদেশ সময় : ১১০১ ঘণ্টা, ২৯ জুন, ২০২৩
এমএইচবি