চট্টগ্রাম: চলতি বছর এখনো পর্যন্ত খেলেছেন ১০ ওয়ানডে। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন দাস।
গত কয়েকদিন নেতিবাচক খবরের শিরোনামে টিম বাংলাদেশ। অধিনায়কের অবসর, দলের বাজে ফলাফল সব মিলিয়ে টালমাটাল ক্রিকেট। এর মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডের অনুশীলনে পুরো দল। হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ডাক দিয়েছেন তামিম ইকবাল। তাই আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটনের কাঁধে। সাম্প্রতিক ফর্ম তার পক্ষে না থাকলেও সেসব পাত্তা দিচ্ছেন না তিনি।
লিটন বলেন, ‘গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা স্বাভাবিক। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি। ’
প্রথম ম্যাচে ব্যর্থতার পর এ দিন অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন দলের দুই অভিজ্ঞ সাকিব-মুশফিকও। শরীফুল-তাসকিনদের বলে বড় শট খেলতেও দেখা যায় তাদের। শরীরি ভাষায় বোঝা যাচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে কোনো ভুল করতে চান না তারা।
নিজেদের পরিকল্পনা সম্পর্কে লিটন বলেন, ‘গত ম্যাচে প্রথম দশ ওভার একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা ভালোভাবে সামলেছি। কিন্তু ব্যাটার হিসেবে গত ম্যাচে অনেক ভুল করেছি। আমরা আমাদের পরিকল্পনা বাস্ততবায়ন করতে পারিনি। যতগুলো উইকেট পড়েছে কোনোটাই ভালো বল ছিল না। সবগুলোই স্কোরিং বল ছিল। আগামীকালের বিষয়ে কোনো কমেন্ট করবো না। আগামীকাল নতুন দিন, নতুন চ্যালেঞ্জ। কি হবে তা আগামীকাল দেখা যাবে। ’
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম ২০ ওভারে সংগ্রহ করেছিল ৯৯ রান। এতে উইকেট হারাতে হয় তিনটি। কিন্তু পরের ২০ ওভারে মাত্র ৬২ রান তুলতে হারাতে হয় আরও ৫টি উইকেট। মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘আমরা জানি তাদের স্পিন খুব ভালো। গত ম্যাচে আমরা অনেকগুলো উইকেট হারিয়েছি। মিডল ওভারে আমরা যত কম উইকেট হারাবো ততই আমাদের জন্য ভালো। আমাদের চেষ্টা থাকবে আমরা ছোট ছোট ভুলগুলো যেন না করি। যত ভুল কম করবো তত আমাদের জন্য ভালো হবে। ’
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমআর/টিসি/এএইচএস