ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তাওহীদ হৃদয়ের কাছে ব্যাটিংয়ে ‘কুল’ থাকাই গুরুত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
তাওহীদ হৃদয়ের কাছে ব্যাটিংয়ে ‘কুল’ থাকাই গুরুত্বপূর্ণ সংগৃহীত ছবি

জাতীয় দলে দুই ফরম্যাট মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৭টি। কিন্তু তাওহীদ হৃদয়ের ব্যাটিং দেখে সেটি বোঝার উপায় নাই।

তার ইনিংসে দেখা যায় পরিপক্কতার ছাপ। ২২ বছর বয়সেই দলের ব্যাটিংয়ের মূল ভরসাদের একজন হয়ে গেছেন হৃদয়।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও দলকে বিপদ থেকে তুলে এনেছেন, জিতিয়েছেন ম্যাচও। ১৫৫ রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অপরাজিত থেকে ৩ চার ও দুই ছক্কায় ৩২ বলে ৪৭ রান করে ম্যাচ জেতানো। তাওহীদ হৃদয়ের এমন ব্যাটিংয়ের রহস্য কী?

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্যাটিং এমন একটা জায়গা যেখানে কুল থাকা অতি গুরুত্বপূর্ণ। কারণ ওখানে প্রত্যেকটা বল নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বোলাররা কামব্যাক করার সুযোগ পায়, কিন্তু ব্যাটাররা একটা বল মিসটেক করলে সেখান থেকে কামব্যাক করার সুযোগ থাকে না। ’

‘একজন ব্যাটার হিসেবে আমি অনুভব করি আমি সবসময় কুল থাকবো। আমার যেরকম খেলা, যে পরিস্থিতি তখন সে পরিস্থিতি অনুসারে ভূমিকা রাখতে চাই। ’

ওয়ানডেতে এখন অবধি তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয়। টি-টোয়েন্টিতে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। হৃদয়ের বেশ কিছু শটও ছিল চোখে পড়ার মতো। স্ট্রাইক রোটেট করে রান তোলার গতিও রাখেন ঠিকঠাক। হৃদয়ের জন্য ব্যাটিং করা কি খুব সহজ?

জবাবে তিনি বলেন, ‘না সহজ নয়। রান করলে সহজ মনে হয়। রান না করলে কঠিন মনে হয়। এটাই স্বাভাবিক। ওয়ানডেতে আমি ফিফটি করলেও, ম্যাচের ফল তো আসেনি। তাই আমার কাছে মনে হয়, এই ফিফটির কোনো দাম নেই। সামনে যদি এমন কোনো সুযোগ আসে, আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। ’

কয়েক মাস পর ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে হবে এশিয়া কাপও। এই দুই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে হৃদয়কে। তিনি কি ভাবছেন? এই ব্যাটার বলছেন, দূরের পরিকল্পনা এখনও করেননি।

তিনি বলেন, ‘আমি এশিয়া কাপ, বিশ্বকাপ নিয়ে এখনো চিন্তা করিনি। কারণ আমি লম্বা সময় নিয়ে পরিকল্পনা করতে পারি না। সবসময় বর্তমানে থাকতে ভালো লাগে। যদি এশিয়া কাপ বা বিশ্বকাপে সুযোগ পাই আমি কেন যেকোন ক্রিকেটারই চাইবে নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখতে। এটাই আমার লক্ষ্য। সুযোগ পেলে সেরাটা দিয়ে চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।