ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এলপিএল অভিষেকে ব্যাটে বলে ভালো করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এলপিএল অভিষেকে ব্যাটে বলে ভালো করলেন সাকিব

ধীরগতির শুরুর পর আক্রমণাত্মক হয়ে গেলেন সাকিব আল হাসান। তিন বলে দুইটি ছক্কা ও একটি চার হাকিয়ে ইনিংস যখন বড় করতে গেলেন তখন আর পেরে ওঠেননি।

বোলিংয়েও অবশ্য ভালো করেছেন তিনি। খরুচে বোলিংয়ে নিয়েছেন একটি উইকেটও।  

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে সাকিবের অভিষেক ম্যাচে ডাম্বুলা অরাকে সুপার ওভারে হারিয়েছে তার দল গল টাইটান্স। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় দলটি। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে একই স্কোর করে ডাম্বুলা। পরে সুপার ওভারে তাদের করা ৯ রানের জবাবে ৩ বলেই জয় তুলে নেয় গল।  

নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রানের ইনিংসের পর বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় সাকিবের শিকার ১ উইকেট। তবে ম্যান অব দ্য ম্যাচ হওয়া দাসুন শানাকা ছাপিয়ে গেছেন সাকিবকেও। প্রথমে ব্যাটিংয়ে ২১ বলে ৪২ রানের ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। হন ম্যাচসেরাও।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।