ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ‘লাল কার্ড’ দেখবেন ক্রিকেটাররাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এবার ‘লাল কার্ড’ দেখবেন ক্রিকেটাররাও ২০০৫ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাকগ্রাকে লাল কার্ড দেখাচ্ছেন আম্পায়ার।

টি-টোয়েন্টিতে একটি ইনিংস শেষ করার জন্য সময় বরাদ্দ থাকে ৮৫ মিনিট। কিন্তু কোনো কোনো সময় সেই বরাদ্দকৃত সময় পেরিয়ে গেলেও ইনিংস শেষ হয় না।

তাই স্লো ওভার-রেটের কারণে জরিমানা হয় বোলিং দলের। এবার স্লো ওভার-রেটের শাস্তি আরও কঠোর হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। যার কারণে ‘লাল কার্ড’ পর্যন্ত দেখতে পারেন ক্রিকেটাররা।

আগামী ১৬ আগস্ট (বাংলাদেশ সময় ১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে সিপিএলের ১১তম আসর। মেয়েদের আসর শুরু হবে ৩১ আগস্ট।  নতুন নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে বোলিং দলের ইনিংসের ১৮ তম ওভার শুরু করতে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের বেশি সময় লাগলে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে। সেই ওভার শেষ করতে হবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে।

৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে ১৯তম ওভার। তবে সেই ওভার শুরুর আগে ফিল্ডিং দল সময়ের চেয়ে পিছিয়ে থাকলে তখন বৃত্তের বাইরে দুইজন ফিল্ডার কম থাকবেন।

ইনিংসের শেষ ওভারেও যদি একই ঘটনা ঘটে তখন একজন ফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাবেন আম্পায়ার। কোন ফিল্ডার লাল কার্ড দেখবেন সেটা নির্বাচন করবেন ফিল্ডিং দলের অধিনায়ক। স্লো ওভার-রেটের কারণে সাধারণত ফিল্ডিং দলই শাস্তি পায়, তবে এবার ব্যাটিং দলেরও স্বস্তিতে থাকার উপায় নেই। আম্পায়ারের প্রথম এবং শেষ সতর্কতার পর কোনো ব্যাটিং দল যদি সময় নষ্ট করে তাহলে প্রতিটি সময় নষ্টের ঘটনায় তাদের পাঁচ রান কেটে নেওয়া হবে। ওভার রেটের ব্যাপারটি দেখভাল করবেন তৃতীয় আম্পায়ার। প্রতি ওভার শেষে অন-ফিল্ড আম্পায়ারদের মাধ্যমে অধিনায়কদের সময়ের ব্যাপারে অবগত করবেন তিনি।

যদিও সিপিএলের টুর্নামেন্ট অপারেশন পরিচালক মাইকেল হল আশা করছেন মাঠে এই শাস্তির প্রয়োগ করতে হবে না, ‘আমরা হতাশ, আমাদের টি-টোয়েন্টি খেলাগুলোও প্রতি বছর দীর্ঘ হয়ে যাচ্ছে। এই ট্রেন্ড বন্ধ করার জন্য, আমরা যা করার তা করতে চাই। খেলাটা চলমান রাখার দায়িত্ব ক্রিকেট সংশ্লিষ্ট সবার। আমরা টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি ও ম্যাচ অফিশিয়াল সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেছি। আশা করছি খেলায় শাস্তির ব্যবহার করতে হবে না। ’

এদিকে, ক্রিকেটে একবারই লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে। যদিও সেটা মজাচ্ছলে, ২০০৫ সালে প্রথম টি-টোয়েন্টিতে আন্ডার আর্ম বোলিং করায় অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে লাল কার্ড দেখান আম্পায়ার বিলি বাউডেন। তবে সিপিএলে লাল কার্ড দেখালে সেটা নিশ্চয়ই আর রসিকতার মধ্যে থাকবে না।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।