পুঁজি খুব বেশি হয়নি। তাই জিততে হলে দ্রুতই ভেঙে দিতে হবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।
এর পরের ওভারে পাথুম নিসাঙ্কাকে ফেরান শরিফুল ইসলাম। ব্যাক অফ লেংথের ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৩ রান করেন তিনি। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান করেছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৪ রান করে বাংলাদেশ। দলের প্রায় সব ব্যাটারদের ব্যর্থতার দিনে অনেকটা একাই লড়াই করেছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তিনি করতে পারেননি সেঞ্চুরি। ৮৯ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন পেসার মাথিশা পাথিরানা। এছাড়া মাহিশ থিকশানা দুটি এবং দুনিথ ওয়েলালাগে, ধনঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকা নেন এক উইকেট।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এএইচএস