ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

ওপেনিং নিয়ে চিন্তা করতে মানা করলেন শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, চেন্নাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
ওপেনিং নিয়ে চিন্তা করতে মানা করলেন শান্ত

উদ্বোধনী জুটি নিয়ে সংশয় যেন গোলকধাঁধার মতো। কিছুতেই এর থেকে বের হওয়া যাচ্ছে না।

একে-একে তো কম চেষ্টা করা হলো না, কিন্তু কেউই পারছেন না প্রত্যাশা মেটাতে। বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে আলোচনা হয়েছিল বেশ।  

অভিজ্ঞ এ ব্যাটারের অনুপস্থিতিতে তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে নিয়ে বানানো হয় ওপেনিং জুটি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের সঙ্গে ১৪ রান আসে তাদের জুটি থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে বেশ কয়েকটি প্রশ্নই হলো সংবাদ সম্মেলনে।  

জবাবে দলের প্রতিনিধি হয়ে আসা নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় এই ওপেনিং নিয়ে আমরা আর চিন্তাই না করি। মানে এই চিন্তাটাই বাদ দিয়ে দেই। আমার মনে হয় যারাই টপ-অর্ডারে ব্যাটিং করছে, সবাই খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে এসেছে। ’

‘একটা-দুইটা ভালো ইনিংস ওই ব্যাটারের আত্মবিশ্বাস আসবে। কেউই এখানে এমন না যে ফুরফুরে মেজাজে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে। আশা করছি আগামী ম্যাচ থেকে টপ-অর্ডারেও ভালো কিছু হবে। ’

‘নতুন বলে ব্যাটিং করা অবশ্যই চ্যালেঞ্জিং। যেকোনো পরিস্থিতিতে অবশ্যই চ্যালেঞ্জিং। যদি শুরুটা ভালো হয়, দলের জন্য ভালো। কিন্তু আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ দুই-তিন উইকেট যদি পড়ে যায়; ওখান থেকে আমরা কীভাবে ঘুরে দাঁড়াই। এটাও আমাদের মাথায় রাখতে হবে, দুই তিনটা উইকেট পড়ে যাওয়ার মানে এই না যে আমরা খুব অল্প রানে অলআউট হয়ে যাবো। ওখান থেকে কীভাবে আমরা বড় রান করতে পারি, এটাও গুরুত্বপূর্ণ। যদি শুরুটা ভালো হয়, তাহলে তো অবশ্যই দলের জন্য ভালো। ’ 

বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিমের জন্য। এই ব্যাটার দলে আসেন এশিয়া কাপ দিয়ে। এবার বিশ্বকাপেও স্বীকৃত ওপেনার হিসেবে নেই তার বিকল্প। যদিও প্রথম দুই ম্যাচে ২ বলে ১ ও ১৩ বলে ৫ রানের বেশি করতে পারেননি। শান্ত নিজেও কঠিন সময় পার করেছেন, তানজিদের জন্য তার পরামর্শ কী?

শান্ত বলেন, ‘পাঁচ-ছয়টা ম্যাচই খেলেছে। প্রতিটি খেলোয়াড়েরই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারো একটু সময় লাগে, কারো একটু কম সময় লাগে। তবে সবার ওই বিশ্বাসটা রাখা উচিত তার ওপর। যেন আমরা ওকে সমর্থন দেই ও বিশ্বাস করি। কারণ এখানে যে কয়েকজন এসেছেন, সবারই সামর্থ্য আছে ভালো কিছু করার। ’ 

বাংলাদেশ সময় : ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।