ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ উইকেট নিয়ে নাসুম, ‘অনেক ক্ষুধার্ত ছিলাম’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
পাঁচ উইকেট নিয়ে নাসুম, ‘অনেক ক্ষুধার্ত ছিলাম’

সবশেষ বছরেও ছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য। গত বিশ্বকাপের পর থেকে বদলে যায় ভাগ্য।

এ বছর এখনও গায়ে জড়াতে পারেননি জাতীয় দলের জার্সি। লিগেও আলো কেড়ে নেওয়ার মতো তেমন কিছু করতে পারছিলেন না। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে প্রথম ১০ ইনিংসে নেন ১৩ উইকেট।

তবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুক্রবার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন নাসুম আহমেদ। দলের জয়েও এটি রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এখন প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে তার উইকেট ১৮টি। পাঁচ উইকেট পাওয়ার পর সেজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান নাসুম।

ম্যাচের পর মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। একটা-দুইটা করে (উইকেট) পাইতাম, বাট প্রথম চার ম্যাচে মনে হয় দুইটা উইকেট পাইছি। বোলিংয়ের লিস্টটাও যখন দেখলাম, একদম তলানিতে আছি। একটা ম্যাচে ক্লিক করার জন্য অনেক ক্ষুধার্ত ছিলাম আর কি। ’

‘এখনও ছন্দে ফিরে আসছি কি না বুঝতে পারছি না। আরও পাঁচটা ম্যাচ রয়ে গেছে। কিন্তু আমি সবসময় যে চেষ্টা করি সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আর কী। ডট বলা করা, যত কম রান দেওয়া যায়। আমি পাওয়ার প্লেতে কখনও চ্যালেঞ্জ নিতে চাই না ব্যাটারদের বিপক্ষে। একটা জায়গায় করতে চাই। ’

এবারের প্রিমিয়ার লিগের উইকেটেও এখন উন্নতি দেখছেন নাসুম আহমেদ। যদিও এই স্পিনার নিজের মধ্যেই খুঁজে পেয়েছেন একটি সমস্যা। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর নিজের আর্ম বলটা নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন নাসুম।

তিনি বলেন, ‘আমি কখনও লক্ষ্য সেট করি না। আমি ম্যাচ বাই ম্যাচ এগোতে থাকি।  আর যেটা আমার মনের মধ্যে থাকে সেটা মনের মধ্যেই রাখি। প্রকাশ করি না কখনও। ’ 

‘বিরতির সময়গুলোতে (বোলিং নিয়ে কাজ) করার ওই রকম সময়ই মেলেনি। প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে, প্রিমিয়ার লিগ খেলতেছি। এবার বল করে মনে হচ্ছে, আমার আর্ম বলটা সবাই পড়ে ফেলছে। এটা নিয়ে কিছু কাজ করতে হবে। এখন লিগ চলাকালীন সময়ে তো আমি কিছু করতে পারব না। তবে যখন আমি ফ্রি থাকব আমার কাজগুলো আমি করব। ’

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।