বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষের মাঠে এই সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়ে গেছে বাংলাদেশ।
তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ ঝুঁকিতে পড়ে গেছে। হিউস্টনে ভয়াবহ ঝড় হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। এখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের।
আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচগুলো। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই ম্যাচগুলো হওয়া এখন অনিশ্চিত।
তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হওয়া এখন অনিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবার বড় একটি ঝড় হয়ে গেছে হিউস্টনে। সম্প্রতি তৈরি করা প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনাই তাতে ধ্বংস হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম
The start of the USA v Bangladesh T20I series scheduled for May 21 is currently in doubt after a major storm system ripped through the Houston area on Thursday. The majority of the temporary infrastructure recently installed at Prairie View Cricket Complex has been destroyed. pic.twitter.com/EFtPScsXEv
— Peter Della Penna (@PeterDellaPenna) May 18, 2024