ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

গ্রুপ অব ডেথে সামর্থ্যের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে: হার্শা ভোগলে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, সেপ্টেম্বর ১১, ২০২৫
গ্রুপ অব ডেথে সামর্থ্যের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে: হার্শা ভোগলে

আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে তাদের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এই কঠিন গ্রুপকে অনেকে ইতোমধ্যেই ‘গ্রুপ অব ডেথ’ বলে আখ্যা দিয়েছেন।  

জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলের মতে, এবার বাংলাদেশকে মাঠে নেমে প্রমাণ করতে হবে যে তারা সমানভাবে যোগ্য ও প্রতিযোগিতার আসল শক্তি।

হার্শা বলেন, ‘সবাই বলছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান ফেভারিট। কিন্তু বাংলাদেশকে দেখাতে হবে, আসল চিত্রটা ভিন্ন। ’ একই সঙ্গে তিনি মনে করেন, হংকংও দেখাতে চাইবে যে তারা শুধুই অতিথি নয়, প্রতিযোগিতার যোগ্য দল।

বিশেষ নজরে আছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। তার নাম ঘিরে যত আলোচনা হচ্ছে, তা প্রমাণের সুযোগ পাচ্ছেন এবার। পাশাপাশি বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ নিয়েও আশাবাদী হার্শা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন মুখ তানজিম হাসান সাকিবও বড় পরীক্ষায় পড়বেন বলে মত তার। স্পিন বিভাগে লেগ-স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও তিনি বিশেষভাবে প্রত্যাশার জায়গায় রেখেছেন।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে দীর্ঘদিন ধরে সাদা বলের দলে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন হার্শা। তিনি বলেন, ‘লিটনকে উপেক্ষা করা সত্যিই অদ্ভুত। সে নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা সাদা বলের ব্যাটার। ’

হার্শার মতে, এবারের এশিয়া কাপ বাংলাদেশের জন্য শুধু গ্রুপ পর্বের লড়াই নয়; বরং নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চও।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।