শুরুতে বেশ চাপেই পড়ে যায় অস্ট্রেলিয়া। আগের দিন ওমানের অধিনায়কের দেওয়া হুমকি বাস্তবতায় রূপ দেওয়ার ক্ষীণ আশা জেগে উঠে।
বৃহস্পতিবার ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হলেও চাপে পড়ে ছিল অস্ট্রেলিয়া। ৫০ রানে তারা হারিয়ে ফেলেছিল তিন উইকেট। শুরুটা হয় ট্রাভিস হেডকে দিয়ে। বিলাল খানের বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ১০ বলে ১২ রান করেন তিনি।
বাকি দুটি উইকেট নেন আগের ম্যাচে ওমানের নায়ক মেহরান খান। ২১ বলে ১৪ রান করে অধিনায়ক মিচেল মার্শ লং অনে ক্যাচ দেন শোয়াইব খানের হাতে। এরপর প্রথম বলেই মেহরান ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকে। হ্যাটট্রিকের সম্ভাবনাই জাগে তার।
তবে এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নারের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়েন মার্কোস স্টয়নিস। ১৯তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন কলিমউল্লাহ। ৫১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করা ওয়ার্নার ক্যাচ দেন তার বলে।
তবে আরেকপ্রান্তে শেষ অবধি অপরাজিত থাকেন স্টয়নিস। ২ চার ও ৬ ছক্কার ইনিংসে ৩৫ বলে ৬৬ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে নেমে ৫ বলে ১০ রান করেন টিম ডেভিড।
বাংলাদেশ সময় : ০৮১৭ ঘণ্টা, ৬ জুন, ২০২৪
এমএইচবি