ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিশাদের জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুন ৮, ২০২৪
রিশাদের জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

শুরুর ঝড় আভাস দিচ্ছিল অন্য কিছুর। কিন্তু পাওয়ার প্লের পর রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।

প্রথম ৬ ওভারে ৫৩ রান তোলা লঙ্কানরা শতরানের দেখা পেয়েছে ১৪তম ওভারে এসে। তবে পরের ওভারে জোড়া আঘাত হেনে তাদের  চাপে ফেলেন রিশাদ হোসেন।  এই  প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৯ রান। ধনঞ্জয়া ডি সিলভা ২১ ও  অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাট করছেন ৭ রানে।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বল থেকে বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা, ওই ওভার থেকে আসে পাঁচ রান। দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান এসে ৮ রান দেন, তাতে অবশ্য ছিল ওভারথ্রোতে আসা চারের অবদান।  

ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আসেন তৃতীয় ওভারে। শুরুতে ছন্দটা একদমই খুঁজে পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই বলেই তাকে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু তৃতীয় বলেই বাংলাদেশ পেয়ে যায় উইকেটের দেখা। শট খেলা নিয়ে দ্বিধায় থাকা কুশল মেন্ডিসের ব্যাট ছুয়ে অফ স্টাম্পের বাইরের বলে আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি। ওই ওভারে আরও এক বাউন্ডারি হজম করা তাসকিন ১২ রান দেন।  

চতুর্থ ওভারে আবার তাসকিনকে ফেরানো হয়। এক ছক্কা খেলেও সাত রানের বেশি দেননি তিনি। পঞ্চম ওভার করতে এসে সাকিব আল হাসান দিশেহারা হয়ে পড়েন। এক ওভারেই তাকে চারবার বাউন্ডারির বাইরে পাঠান নিশাঙ্কা। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন শান্ত।  

প্রথম বলেই উইকেট এনে দেন মোস্তাফিজ। ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন। তবুও অবশ্য বাউন্ডারি হাঁকানো থামেনি লঙ্কানদের। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে শ্রীলঙ্কা। নবম ওভারে এসে উড়তে থাকা নিশাঙ্কাকে ফেরান মোস্তাফিজ। ২৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে শান্তর কাছে ক্যাচ দেন নিশাঙ্কা।

এরপর ধীরে ধীরে কমতে থাকে শ্রীলঙ্কার রানের গতি। এর সুফল বাংলাদেশ পায় ১৫তম ওভারে এসে। সেই ওভারের প্রথম দুই বলেই উইকেটের দেখা পান রিশাদ। প্রথমে তাকে  স্লগ সুইপ  করতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন চারিথ আসালঙ্কা (২১)। পরের বলে খোঁচা মেরে স্লিপে থাকা সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে আসেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলা রিশাদের জন্য ফিল্ড সেটআপ আরও আক্রমণাত্মক করেন শান্ত। কিন্তু সেই বল বেশ ঠান্ডা মাথায় মোকাবেলা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুন ৮, ২০২৪

এএইচএস

    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।