ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ১২, ২০২৪
তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাকিব

গত কয়েকবছরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক। এই দুই তারকার সম্পর্ক খারাপের বিষয়টি এখন স্পষ্ট।

অথচ একসময় তারা ছিলেন দারুণ বন্ধু।  

কিন্তু সময়ের সঙ্গে সেটি নষ্ট হয়ে যায়। এরপর প্রকাশ্যেও চলে আসে গত বিশ্বকাপের আগে, কথাও বন্ধ হয়ে যায় বলে শোনা যায়। তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে বঙ্গবিডিকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্ক কীভাবে খারাপ হলো, সেটি জানান সাকিব।  

তিনি বলেন, ‘(দুজনের মধ্যে) কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা মাঝে অনেকদিন ধরেই ছিল না। ’

‘আমি বিয়ে করলাম। সে (তামিম) বিয়ে করল। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা– এভাবে (নিজেদের জন্য) সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবেই ওই (আগের) নৈকট্যও ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। ’

সাকিব ও তামিম কথা বলেন, এমন দাবি করে সাক্ষাৎকার দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি জানিয়েছেন, তখনও অবধি তামিমের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকই ছিল।  

সাকিব বলেন, ‘তারপর যা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে তা মনে হয় না। ’

 ‘পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে, এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এমন পরিস্থিতি তৈরির জন্য। ’

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।