ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের কাছে কী চাওয়া, জানালেন অধিনায়ক শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
ব্যাটারদের কাছে কী চাওয়া, জানালেন অধিনায়ক শান্ত

বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটিতে জিতেছে তারা, পরেরটিও হেরেছে কাছে গিয়ে।

তবুও এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য চিন্তার জায়গা রয়ে গেছে অনেক। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ব্যাটিং। বিশেষত টপ অর্ডার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বেশি।  

তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিদের নিয়ে কথা উঠছে। কেউই তেমন ভালো করতে পারছেন না। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও তাদের নিয়ে প্রশ্ন ছিল। এ নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচের আগেও কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘সত্যি কথা বললে ২-৩ জন ভালো ব্যাটিং করছে। যদি ওইভাবে চিন্তা করা যায় লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় এখন পর্যন্ত ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো ছন্দে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করছে ওইদিনটাতে ওর খেলা শেষ করা গুরুত্বপূর্ণ। ’

‘আমি কখনই আশা করি না যে ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটারটা থিতু হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে ও যেন খেলাটা শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো। আমি চাই যে সে ব্যাটার সেট হচ্ছে সে যেন খেলাটা শেষ করে। ’

বাংলাদেশ এবারের বিশ্বকাপ শুরু করেছিল নানা চাপ নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার তাদের দিয়েছিল বড় ধাক্কা। তবে এখন বাংলাদেশের সুপার এইট বেশ সম্ভব সমীকরণ। শেষ ‍দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডস ও নেপালকে হারালেই হবে।

বাংলাদেশ কি সুপার এইটে খেলতে পারবে? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘আমি যেমন বলেছি, আমরা ভালো ক্রিকেট খেলছি। এবার আমাদের যে দল আছে, আমরা খুবই আশাবাদী। যদি শক্তির জায়গা অনুযায়ী খেলতে পারি, আমাদের সুপার এইটে যাওয়া উচিত। ’

বাংলাদেশ সময় : ০৮৪৮ ঘণ্টা, ১৩ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।