ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বৃষ্টি এসেছে, বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টস দেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
বৃষ্টি এসেছে, বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টস দেরি

দুই দলের সামনেই সুযোগ সুপার এইটে যাওয়ার পথ সহজ করে ফেলার। বাংলাদেশ প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয়টিতে লড়াই করেছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে তাদের সামনে সুযোগটা বাড়বে।  

এমন ম্যাচের টস বৃষ্টিতে গেছে পিছিয়ে।  ক্রিকবাজ জানিয়েছে, টস শুরু হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি নামে। তাতে ঢেকে দিতে হয়েছে পিচও। টস তাই স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে। যদিও এখনও খেলোয়াড়রা মাঠেই আছেন বলে জানিয়েছে তারা। তবে বৃষ্টির সঙ্গে সেন্ট ভিনসেন্টের বাতাসও আজ ভারি।

গত বছর ইডেন গার্ডেনসে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল বাংলাদেশ। আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ রানে জিতেছিল তারা, একই ব্যবধানে জয় এসেছে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।