ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য পেল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য পেল বাংলাদেশ 

পাহাড়সম রানের আভাস গতকালই পাওয়া গিয়েছিল। তবে আজ দ্রুত উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ।

কিন্তু তা আর হয়নি। উল্টো সেঞ্চুরি তুলে নিয়েছেন রিশভ পন্থ। সেঞ্চুরি পেয়েছেন শুভমান গিলও। এ দুজনের ব্যাটিং নৈপুণ্যে ৫১৫ রানের বিশাল লক্ষ্য পেল বাংলাদেশ।  

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। পরে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত।  

বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। গতকাল ৩৩ রানে অপরাজিত থাকা গিল তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরি তুলে নেন ৭৯ বলে। বাকি পঞ্চাশ পূর্ণ করতে লাগে আরও ৮২ বল। সেঞ্চুরির এই যাত্রায় রেকর্ডও গড়েন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে শূন্য রানে বিদায়ের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ক্রিকেটার তিনিই।  

রিশভ পন্থও পেয়েছন সেঞ্চুরির দেখা। তবে গিলের মতো নয়, তিনি ঝড়ো ব্যাটিংয়ে এই সেঞ্চুরি পূর্ণ করেন স্রেফ ১২৪ বলে। এরপর অবশ্য বেশিক্ষণ আর টেকেননি। মিরাজের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করা পান্ত। তার বিদায়ে ভাঙে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি।  

এরপর বাকি সময়টা গিলের সাথে কাটান লোকেশ রাহুল। ১৯ বলে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি। আর ১৭৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করে অপরাজিত থাকেন গিল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মিরাজ। একটি করে পান নাহিদ রানা ও তাসকিন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।