ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেজা আউটফিল্ডে টস হতে দেরি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
ভেজা আউটফিল্ডে টস হতে দেরি

চেন্নাইতে সহজ জয় নিয়ে এসেছে ভারত। সিরিজ সমতায় রাখতে কানপুরে জয় দরকার বাংলাদেশের।

এমন ম্যাচের শুরুতে অবশ্য বাধা হয়েছে বৃষ্টি। কানপুর টেস্টের টস হচ্ছে দেরিতে।  

ক্রিকবাজ জানিয়েছে, কানপুরে রাতভর বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি না থাকলেও আউটফিল্ড ভেজা। এজন্য টস পিছিয়ে দিতে হচ্ছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় টস হওয়ার কথা ছিল। এখন আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণেই যাবেন দশটায়।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৮০ রানে হেরেছে সফরকারীরা। কানপুরে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হওয়ার কথা দ্বিতীয় টেস্ট।  

এই ম্যাচটি হতে পারে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের টেস্টে শেষ ম্যাচ। কানপুর টেস্টের আগে তিনি ঘোষণা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অবসর নিতে চান। কিন্তু দেশে তিনি ফিরতে পারবেন কি না, এ নিয়ে যথেষ্ট সংশয় আছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।