ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলা নিয়ে যা বললেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলা নিয়ে যা বললেন পিসিবি চেয়ারম্যান

৮ বছর বাদে আবারও মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের স্বাগতিক এবার পাকিস্তান।

যে কারণে আলোচনা কেন্দ্রবিন্দুতে ভারত। প্রতিবেশী দেশে রোহিত-কোহলিরা খেলতে যাবেন কি না তা নিয়ে আছে সংশয়। তবে তাদের পাকিস্তানে না আসার কারণ দেখেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের জুলাইয়ের পর পাকিস্তানে খেলতে যায়নি ভারত। গত বছর এককভাবে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে দল পাঠায়নি ভারত। তাই হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায়।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও এমনটা হবে কি না এই প্রসঙ্গে লাহোরে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ভারতীয় দলের আসা উচিত। আমি মনে করি এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি যার কারণে তারা সফর বাতিল বা স্থগিত করবে। ইনশাল্লাহ সব দলই আসবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। ’ 

‘ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোও সময়মতো তৈরি হয়ে যাবে এবং যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেটা টুর্নামেন্টের পরে হবে। একভাবে বলা যায়, আমরা একদমই নতুন স্টেডিয়াম পেতে যাচ্ছি। ’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারতের পাকিস্তান যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিতে আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

মহসিন নিজে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হবে কি না এই প্রশ্নে তিনি বলেন, ‘তিনি আসছেন, তবে আমার মনে হয় না, তার বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু ঠিক হয়েছে। ’ 

কিছুদিন আগে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। তার জায়গায় নতুন অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান, ‘আমি তাদের (টিম ম্যানেজমেন্ট) বলেছি, ভালোমতো ভেবে সিদ্ধান্ত নিতে। কারণ অধিনায়কের পদটি গুরুত্বপূর্ণ। ’ 

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।