ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মহারাজকে তামিমের দেওয়া পরামর্শ ‘ভুল ছিল না’ 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
মহারাজকে তামিমের দেওয়া পরামর্শ ‘ভুল ছিল না’ 

লিটন দাস আউট, বেশ আত্মবিশ্বাসীই ছিলেন কেশভ মহারাজ। আম্পায়ার অবশ্য তার আবেদনে সাড়া দেননি।

অধিনায়ক এইডেন মার্করামও রিভিউ নেন একদম শেষ মুহূর্তে। পরে দেখা যায়, মহারাজের বেরিয়ে যাওয়া বল লিটনের ব্যাট ছুয়েই গেছে উইকেটরক্ষকের গ্লাভসে।  

উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় মহারাজকে। তখন কি তিনি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছিলেন? তা জানা না গেলেও, তামিমের কাছ থেকে নেওয়া তার পরামর্শের ব্যাপারে বেশ খুশিই মনে হলো। গত বিপিএলে বাংলাদেশি তারকার সঙ্গে একই দলে খেলেছিলেন।  

তামিমের সঙ্গে তাই সখ্যতা পুরোনো মহারাজের। প্রায় দেড় যুগ ধরে মিরপুরের উইকেট দেখছেন তামিম। এর আচরণ বুঝতে দক্ষিণ আফ্রিকান তারকা তাই দ্বারস্থ হয়েছিলেন তার। বাংলাদেশের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এলে মহারাজের কাছে জানতে চাওয়া হয় এ নিয়ে।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তামিম ভাইকে একটা মেসেজ করেছিলাম। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, বিপিএলেও এক দলে খেলেছি। আমি তার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি কন্ডিশন ও এখানকার অবস্থা নিয়ে। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন উইকেট কেমন হতে পারে; ওগুলো ভুলও ছিল না। উইকেট তিনি একশ ভাগ ঠিক পড়েছেন। ’

মিরপুর টেস্টের প্রথম দুই দিন বেশ চাপেই ছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেও তারা তিন উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এরপর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইনিংস হারের শঙ্কা থেকে এখন লিড নিয়েছে ৮১ রানের। এই ম্যাচের গতিপথ কোনদিকে?

মহারাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজকে ভালো করেছে। কন্ডিশন একটু ভালো হয়েছে, বল পুরোনো হওয়ার পর। কিন্তু আমার মনে হয় এখনও আমরা এগিয়ে আছি। বাংলাদেশ এখন লিডে আছে। আমরাও তিন উইকেট দূরে আছি। ’

‘এজন্য আমাদের তাদেরকে যত কমে সম্ভব, আটকে দিতে হবে। কিন্তু আমি এখনও মনে করি, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যা করেছি, সেটা মাথায় রেখে বলছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।