তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে কখনো ধবলধোলাই হয়নি ভারত। সেই শঙ্কাই উঁকি দিচ্ছিল মুম্বাই টেস্টে।
ব্যাটিং ধসে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড, লিড নিয়েছে ১৪৩ রানের। এজাজ প্যাটেল অপরাজিত আছেন ৭ রানে।
গতকালের অদ্ভুতুড়ে ব্যাটিংয়ের পর শুভমান গিল ও ঋষভ পন্তের ফিফটিতে প্রথম ইনিংসে লিড পায় ভারত। যদিও খুব বেশি দূর এগোতে পারেনি, গুটিয়ে যায় ২৬৩ রানে। ১৪৬ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯০ রান করেন গিল। পাল্টা আক্রমণ চালানো পন্ত ৫৯ বলে ৮ চার ও ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। কিউইদের হয়ে ১০৩ রান খরচে ৫ উইকেট নেন এজাজ প্যাটেল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকে পড়ে নিউজিল্যান্ড। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন উইল ইয়াং। কিন্তু এর পরপরই ১০০ বলে ৫১ রানে থামতে হয় তাকে।
ভারতের হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন জাদেজা। এছাড়া অশ্বিন তিনটি, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর শিকার করেন একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এএইচএস