ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে সাহিবজাদা, বাদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মে ২১, ২০২৫
রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে সাহিবজাদা, বাদ আফ্রিদি ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে এর আগেও সুযোগ এসেছিল সাহিবজাদা ফারহানের জন্য। তবে সেসময় রাঙাতে পারেননি ম্যাচগুলো।

সেই ব্যাটারই ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স। ফের জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। তবে বাংলাদেশের বিপক্ষে পিসিবির ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফসহ অনেকে।

তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগার অধিনায়কত্বে টাইগারদের বিপক্ষে এ সিরিজ খেলবে দলটি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে গড়া নতুন আঙ্গিকের দলে ছিলেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন শাহিন শাহও।  

সঙ্গে বাদ পড়েছেন আরও সাত ক্রিকেটার। ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহান্দাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খানের জায়গা হয়নি স্কোয়াডে। জায়গা পাননি অভিজ্ঞ পেসার হারিস রউফও।

লম্বা সময় পর ফেরা ফারহান অবশ্য ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত। মাত্র এক মাসে ৯ ইনিংসে করেছেন ৪টি সেঞ্চুরি! গত মার্চে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ইনিংসে হাঁকিয়েছেন তিনটি শতক ও দুটি অর্ধশতক, যার একটি ছিল ৭২ বলে ১৬২ রানের বিস্ফোরক ইনিংস। টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

সেই ফর্ম তিনি নিয়ে যান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। আসরের দ্বিতীয় ম্যাচেই খেলেন দুর্দান্ত সেঞ্চুরি। এরপর আট ইনিংসে আর শতক না পেলেও এখনও পর্যন্ত তিনিই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫৪ স্ট্রাইক রেটে ৩৯৪ রান সংগ্রহে আছে তার। দল ঘোষণার আগের রাতেও ৪১ বলে ৭৩ রানের ইনিংসে ইসলামাবাদ ইউনাইটেডকে প্লে-অফে তোলেন তিনি।

ফারহানের পাশাপাশি দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও সাইম আইয়ুব।

পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।