ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ক্রিকেটারদের দলাদলি দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ক্রিকেটারদের দলাদলি দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা  উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। ঢাকার ১৫টি ক্লাবকে বাদ দিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হওয়া সমালোচনা এখনো থামেনি।

যদিও চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া সেই ক্লাবগুলো।

এদিকে বিসিবি নির্বাচনে ঘিরে নানা বিতর্কের মধ্যেই জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর এবং মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেন। তারা লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ’

বিষয়টি ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলা যাওয়া ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। ’

আসিফ মাহমুদের মতে, ক্রিকেটারদের দলাদলি নতুন কিছু নয়, তবে বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, ‘এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও হচ্ছে। এটা খুব দুঃখজনক। যারা এগুলো করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত। ’

তবে একই সঙ্গে তিনি কিছু গুঞ্জন পরিষ্কার করেন।

উদাহরণ হিসেবে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে তিনি বলেন, ‘তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল করা হয়নি। তাকে গুজব শোনানো হয়েছিল। ’

এমন বিতর্কিত আলোচনার মাঝেই আসিফ মাহমুদ বিশেষভাবে উল্লেখ করেন তার প্রিয় ক্রিকেটারের নাম। তিনি বলেন, আশরাফুল ভাই আমার প্রিয় খেলোয়াড়।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।