ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণভাবে করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৫৭ রানে হারিয়েছে তারা।
বুলাওয়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান। জবাবে ১০৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। যদিও জয়ের আশা দেখাচ্ছিলেন তাদিওয়ানাশে মারুমানি (৩৩) ও সিকান্দার রাজা (৩৯)। কিন্তু ৫৯ রানের জুটি ভাঙার পর দুই স্পিনারের ঘূর্ণিতে নাটকীয় ধস নামে স্বাগতিকদের ব্যাটিংয়ে।
পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ২৮ রান দিয়ে ও সুফিয়ান মুকিম ২০ রান খরচে তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া ১৭ রানে দুই উইকেট নেন হারিস রউফ। শাদাব খানকে (১০৭) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ উইকেট শিকারী এখন তিনি (১০৯)।
এর আগে টস জিতে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হয়েছে। দলীয় ১৮ রানের মাথায় আউট হওয়ার সময় ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন। তার অন্য সতীর্থরা পরে ছোট ছোট জুটি গড়ে লড়াকু পুঁজি এনে দেন।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন দুই ব্যাটার উসমান খান ও তায়েব তাহির। আর রিজওয়ান বিশ্রামে থাকায় দলের নেতৃত্ব পাওয়া আগা সালমান করেছেন ১৩ রান। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও সতীর্থরা ঠিকই জয় এনে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪