ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চা শ্রমিকের পোশাকে ট্রফি উন্মোচন জ্যোতি-লুইসের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
চা শ্রমিকের পোশাকে ট্রফি উন্মোচন জ্যোতি-লুইসের সংগৃহীত ছবি

জার্সি, ট্রাউজারেই তাদের থাকার কথা। অথচ নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস থাকলেন ভিন্ন বেশে।

তাদের গায়ে চা শ্রমিকের পোশাক। তারা আছেনও চা বাগানে। যদিও শ্রমিক হিসেবে নয়- বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গিয়েছেন ট্রফি উন্মোচনে।  

দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। সিলেটে এর আগে ছিল এমন আয়োজন। আগেও অবশ্য কয়েকবার চা বাগানে ট্রফি উন্মোচন হয়েছে, তবে সবসময় অধিনায়কদের গায়ে ছিল নিজ দলের জার্সি। ট্রফি উন্মোচনে বিসিবির এমন আয়োজন নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

ব্যতিক্রমী আয়োজন নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘অবশ্যই এটা বিশেষ (চা বাগানের আয়োজন)। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন... কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার লড়াই টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে আগে খেলা ১১ ম্যাচের ৮টিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এবারও জয়ের ধারা ধরে রাখতে চান তারা।  

জ্যোতি বলেন, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে। ’

‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনইউ/এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।