দ্বিতীয়বারের মতো মাঠে গড়ালো অ্যাম্বাসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
আজ সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ নাহিদ জাহাঙ্গীর বলেন, ‘এটা একটা মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা একে অন্যের সঙ্গে পরিচিত হচ্ছি। এটা ভালো একটা সুযোগ। কূটনৈতিক সম্পর্ক সবার সঙ্গে আছে। তবে এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো সম্পর্ক তৈরির সুযোগ তৈরি হয়েছে। আমরা খেলাটাকে এখানে উপভোগ করতে চাই। ’
গেম প্লে’র অধীনে ২০১৮ থেকে প্রতি বছর অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার বছর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা গেম প্লে এবার নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের অ্যাম্বাসি কাপ করছে।
এ টুর্নামেন্টে মোট ১৪টি অ্যাম্বাসি, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করছে স্বাগতিক বাংলাদেশের।
ভারত-পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটিশ ও মালয়েশিয়ান হাইকমিশন এবং নরডিক দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে মিলিতভাবে একটি দল, ইউনাইটেড নেশনস, ইইএনওপিএস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) রয়েছে।
১৪ দল প্রথম পর্বে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। এই পর্বে প্রতি ম্যাচ ৮ ওভারের। প্রতি গ্রুপ থেকে দুটো করে দল অর্থাৎ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে ১০ ওভারের। আগামীকাল শনিবার বিকেল ৪টায় হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী। তার আগে হবে সেমিফাইনাল।
এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রাদার্স ফার্নিচার, সামসুল আরেফিন রিয়াল এস্টেট, সেভেন রিংস সিমেন্ট, ইস্পাহানি মির্জাপুর টি, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলুশন, সুখি, কনকর্ড, হাসান জুয়েলার্স।
এ ছাড়া ভেন্যু পার্টনার ডেইলি সান, বেফারেজ পার্টনার পুষ্টি ড্রিংকিং ওয়াটার, রিফ্রেশমেন্ট পার্টনার নেসক্যাফে, প্রিন্ট মিডিয়া পার্টনার দ্য বাংলাদেশ টুডে, ফিজিও পার্টনার ব্যাক ইনমোশন, মেন্টাল ওয়েলবিইং পার্টনার নিরভানা।
১৪ দলের গ্রুপ
‘এ’–বাংলাদেশ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO), আইআরআরআই (IRRI)
‘বি’– নরডিক (ডেনমার্ক, সুইডেন, নরওয়ে), ওয়ার্ল্ড ব্যাংক, অস্ট্রেলিয়া,
‘সি’– ইইউ, ইউএনঅপস, পাকিস্তান, মালয়েশিয়া
‘ডি’– ব্রিটিশ হাইকমিশন, ভারত, ইউএন, যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএইচএম