অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অনেকেই। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার এমনকি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও বাদ যায়নি।
শ্রীলঙ্কান কিংবদন্তি মালিঙ্গা ফেসবুকে জানান, ‘তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও। ’
তামিমের সুস্থতা কামনা করে কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে লিখে, ‘দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে। ’
নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই সাভারে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন লাইফ সাপোর্টে। দয়ে করে তার এই কঠিন সময়ে তার জন্য সকলে প্রার্থনা করুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক। ’
নিজের ফেসবুক পেইজে দোয়া চেয়ে শরিফুল লেখেন, ‘তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। ’
আনামুল হক বিজয় তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। শক্ত হন, আমাদের চিন্তা এবং দোয়া আমার সঙ্গেই আছে। ’ মোস্তাফিজুর লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল ভাই। গোটা দেশ আপনার জন্য প্রার্থনা করছে। ’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ। ’ এছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। ’
আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হার্ট অ্যাটাক হওয়ার পর তার হার্টে রিং পরানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরইউ