মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বার্বাডোজ বিমানবন্দরে আটক হয়েছেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। বর্তমানে তিনি স্থানীয় পুলিশের হেফাজতে আছেন।
সম্প্রতি নামিবিয়া সফর শেষে কানাডা ক্রিকেট দল দেশে ফিরছিল। ওই সময় কার্টন নিজ দেশের বার্বাডোজে যাওয়ার উদ্দেশে এয়ার কানাডার একটি ফ্লাইটে ওঠেন। বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে আটক করে স্থানীয় পুলিশ।
ক্রিকেট কানাডার প্রতিক্রিয়া
কার্টনের গ্রেফতারের পর এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, 'আমরা জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ এবং তার আটকের খবর সম্পর্কে অবগত। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার, এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা আমাদের খেলোয়াড়দের সর্বাত্মক সমর্থন দিয়ে যাব। তারা দেশের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে প্রতিনিধিত্ব করে চলেছে। '
মাদক সংশ্লিষ্ট অভিযোগ
জ্যামাইকার প্রভাবশালী দৈনিক ‘দ্য গ্লিনার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) গাঁজা জব্দ করে পুলিশ। সেই মাদকের চালানের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এখন পর্যন্ত তাকে ‘সন্দেহভাজন’ হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ।
বড় টুর্নামেন্টের আগে চাপের মুখে কানাডা
আগামী ১৮ এপ্রিল কেম্যান দ্বীপপুঞ্জে শুরু হচ্ছে নর্থ আমেরিকা কাপ, যেখানে কানাডার প্রতিপক্ষ বাহামাস, বারমুডা, কেম্যান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেট কানাডা জানিয়েছে—“আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করি। নর্থ আমেরিকা কাপের প্রস্তুতির ওপর আমাদের পূর্ণ মনোযোগ রয়েছে। ”
কার্টনের ক্যারিয়ার সংক্ষেপ
২৬ বছর বয়সী নিকোলাস কার্টন একজন ব্যাটিং অলরাউন্ডার। কানাডার হয়ে তিনি খেলেছেন ২১টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে করেছেন ৫১৪ রান, আর টি-টোয়েন্টিতে ৬২৭ রান। কানাডায় পাড়ি জমানোর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল এবং বার্বাডোজের হয়েও খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএইচএম